সৌদিতে ২ বোনের স্কুলব্যাগ ভাইয়ের কাঁধে, ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪
অ- অ+

বিভিন্ন ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে কোনওটা খুব ভাল, কোনওটা খুব একটা ভাল না, আবার কিছু কিছু ছবি লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যায় ভাইরাল হয়ে যায়। তেমনি একটি ছবি ভাই-বোনের যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটা দেখলে বোঝা যায় ভাই-বোনের সম্পর্ক কতটা আত্মিক, কতটা নৈস্বর্গিক হতে পারে।

ছোট দুই বোনের প্রতি সহমর্মিতা দেখিয়ে তাদের স্কুলব্যাগ নিজের কাঁধে নিয়ে ঘটনার জন্ম দিয়েছে ৯ বছর বয়সী ছোট্ট এক সৌদি শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ইতোমধ্যে ভাইয়ের কাঁধে দুই বোনের ব্যাগ বহনের ওই দৃশ্যটি ব্যাপক ঝড় তুলেছে।

সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশ স্কুলে তারা পড়াশোনা করে। বাচ্চা ছেলেটির নাম মিশাল শাহরানি এবং তার দুই বোনের নাম সারাহ ও নুরা। এই আগলে রাখার মুহূর্ত ও ভাই বোনেদের মধ্যে ভালোবাসার সম্পর্ককে বন্দী করার লোভ সামলাতে পারেননি তাদের বাবা। সকলের সাথে সেই ভালবাসা ভাগ করে নিতেই পারিবারিক গ্রুপে ছবিটি পোস্ট করেন তিনি। ব্যাস। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি।

ছবির প্রসঙ্গে মিশাল বলেন, ‘আমি সব সময় পরিবারকে সহযোগিতা করতে পছন্দ করি। বিশেষত আমার দুই বোন সারাহ ও নুরাকে সহায়তার চেষ্টা করি। সেদিন তাদের ব্যাগ বেশি ভারি না হলেও তীব্র তাপমাত্রার কারণে তাদের সহযোগিতা প্রয়োজন ছিল।’ ছবিটি ভাইরাল হওয়ার পর সে জানতে পারে যে মুহূর্তটি স্মরণীয় রাখতে তাদের বাবা এ ছবি তুলেছে।

সৌদি আরবের প্রখ্যাত শিক্ষা বিষয়ক পরিচালক ড. আহমেদ আল উমারি ওই শিশুর সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করেন। তিনি বলেন, অল্প বয়স হলেও শিশুদের দায়িত্বের সঙ্গে গড়ে তুললে তার আচার-ব্যবহারে তা প্রকাশ পায়। সুন্দর আচার-ব্যবহার গড়ে তুলতে নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ সমানভাবে ভূমিকা পালন করে। এমনকি ছবি ভাইরাল হওয়ার পর, ভাইয়ের এই উদার মনোভাব দেখে স্কুল থেকেও তাদের পুরস্কৃত করা হয়।

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাক সমর্থকদের যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত
ঈদে ট্রেনযাত্রা: আজ ১ জুনের আগাম টিকিট বিক্রি চলছে
আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, ১০ লাখ প্রজাতি বিলুপ্তির শঙ্কা
ভোক্তা কর্মকর্তা জব্বারের মারধরের ভাইরাল ভিডিও ভুয়া ও গুজব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা