লাকী ইনাম ফের শিশু একাডেমির চেয়ারম্যান

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ পেয়েছেন নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব লাকী ইনামকে তার পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮ এর ধারা-১০ (১) অনুযায়ী ২৩ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ প্রদান করা হয়েছে।
লাকি ইনাম ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
লাকী ইনামের জন্ম ১৯৫২ সালের ৬ সেপ্টেম্বর। তিনি ১৯৭২ সালে ‘নাগরিক নাট্য সমুদ্র’ নাট্য দলে যোগ দেওয়ার মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ১৯৮৭ সালে তিনি প্রথম নাটক করেন পিযুষ বন্দ্যোপাধ্যায়ের সাথে। নাটকটির নাম ছিল ‘অনুভবে অনুভূতি’। তার বিখ্যাত কিছু চরিত্র ছিল শরমার ‘কণা’, নুরুলদিনের সারাজীবন এ ‘আম্বিয়া’, বহুব্রীহিতে ‘জনাবা ইশা’, অয়োময়ে ‘বারা বউ’।
তিনি হুমায়ূন আহমেদের বহুব্রীহি, অয়োময় এবং কোথাও কেউ নেই নাটকে অভিনয় করে সারা দেশে ব্যাপক পরিচিতি অর্জন করেন।
নাট্য অভিনয়ে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার লাকী ইনামকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমআই/এফএ)

মন্তব্য করুন