নেই ফান্ড, বাংলাদেশ-আফগানিস্তান ‘এ’ দলের সিরিজ বাতিল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৬
অ- অ+

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি খেলা হচ্ছে না ‘এ’ দলের। ফান্ডের অভাবে সেটি আয়োজন করতে পারবে না বলে জানিয়েছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

সিরিজ বাতিল হওয়ার কথা জানিয়ে নিজামউদ্দিন চৌধুরী জানান, 'ঠিক আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যার কারণে বাতিল হচ্ছে কি না সেটা বলতে পারবো না। আরেকটি বোর্ডের কী সমস্যা আমি বলার কেউ না। তারা আমাদের অনুরোধ জানিয়েছে নতুন সূচির জন্য। অন্য সময়ে এই সিরিজগুলো হবে।'

তবে এই সময়টাতে বসে থাকছে না বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। অন্য বোর্ডের সঙ্গে আলোচনা হচ্ছে বলে নিজামউদ্দিন জানান। তিনি বলেন, 'সময়টা ফাঁকা আছে, তাই আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। '

(ঢাকাটাইমস/১৮সেপ্টম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা