প্রীতি ম্যাচ: শিক্ষক সমিতির সাত গোল সাংবাদিক সমিতির জালে

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষকরা ৭-০ গোলে জয়ী হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠার ৩৭ বছর উপলক্ষে এ ছাত্র-শিক্ষক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দীন এবং সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার দুই দলের অধিনায়কত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির হয়ে সর্বাধিক গোল করেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তিনি এককভাবে ৩টি গোল করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন।
ম্যাচ জিতে সর্বাধিক গোল দেওয়া ড. মো. রফিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ ও শিক্ষক সমিতির সম্মানিত শিক্ষকবৃন্দ সুন্দর খেলেছেন। সবমিলিয়ে খেলাটিতে আমি বলবো ফুটবলেরই বিজয় হয়েছে এবং আমরা প্রত্যাশা করি আমাদের এই জার্নিটা অব্যাহত থাকবে। আমরা দু’পক্ষই আবার খেলব, ইনশাআল্লাহ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ী ও বিজিত উভয় দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় তিনি বলেন, ‘যারা খেলেছে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ফুটবলের জয় হয়েছে যেমন সঠিক, তেমনি অভিজ্ঞতারও জয় হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা মনে করি, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যদি ইন্টারেকশন থাকে, তাহলে সে অঙ্গণ হয় মেধায় পরিপূর্ণ।’
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসকে/এসএটি)

মন্তব্য করুন