অভিনেত্রী বাঁধন যখন মাদকের বড় কারবারি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭
অ- অ+

নিজেকে প্রতিনিয়ত ভেঙে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’-এ এক লুকে, প্রথম বলিউড সিনেমা ‘খুফিয়া’য় অন্য লুকে ধরা দিয়েছেন তিনি। ভাঙা পড়ার ধারাবাহিকতায় এবার বাঁধন হাজির হচ্ছেন আরও একটি নতুন লুকে। ড্রাগ ডিলারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছেন বাঁধন। নাম ‘গুটি’। সেখানেই ড্রাগ ডিলারের ভূমিকায় হাজির হবেন নায়িকা। তার চরিত্রটির নাম সুলতানা। এই সিরিজটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত। এখানে বাঁধন রয়েছেন মুখ্য ভূমিকায়।

এই কাজটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দেশীয় ওটিটিতে এটাই প্রথম কাজ আমার। কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে দেশের প্রজেক্টেও নারী প্রধান চরিত্রের কাজ হচ্ছে।’

নির্মাতার প্রশংসা করে বাঁধ বলেন, ‘শঙ্খ খুব দুর্দান্তভাবে গল্পটা সাজিয়েছেন। খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সঙ্গে দীর্ঘদিন আলাপ চলেছে। চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘একদম প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল সেটার কস্টিউম পুরা আমি করেছিলাম। কী ওড়না পরব, কোন রঙের কাপড় পরব, কোনটা পরলে একদম ওই ক্যারেক্টারের মতো লাগবে, এগুলা নিয়ে পরিচালকের সঙ্গে আমার ব্যাপক আলোচনা হয়েছে।’

পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘কাজটার জন্য খুব উন্মুখ হয়ে আছি। এখন পর্যন্ত আমাদের স্ক্রিপ্টের ৭ নম্বর ড্রাফট হয়েছে। এখন কাস্টিং নিয়ে প্রতিদিন রিডিং রিহার্সাল হচ্ছে। শুটিং-এ যাওয়ার আগে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে ওয়েব সিরিজটির শুটিং চলবে।’

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা