সাফজয়ী মেয়েদের লাগেজের তালা ভেঙে চুরির সত্যতা মেলেনি: বিমানবন্দর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদেক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২২ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৬

সাফজয়ী বাংলাদেশ নারী দলের দুই সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের লাগেজের তালা ভেঙে যে চুরির অভিযোগ উঠেছে, তার সত্যতা মেলেনি বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে কৃষ্ণা রানী ও শামসুন্নাহার তাদের লাগেজ থেকে ডলার, কাপড় এবং আরও কিছু জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ তোলেন। নেপাল থেকে বুধবার দুপুরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এই ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছিল।

অভিযোগ ওঠার পরপরই এ নিয়ে তদন্ত শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপরই দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য এল।

এর আগে নেপাল থেকে বুধবার দুপুরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর লাগেজ থেকে ডলার, কাপড় এবং আরও কিছু জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন কৃষ্ণা ও শামসুন্নাহার।

বৃহস্পতিবার সকালে কৃষ্ণা রানীর বাবা বাসুদেব সরকার গণমাধ্যমকে জানান, ‘সকালে মেয়ে আমাকে ফোন করেছিল। ওর ভীষণ মন খারাপ। কৃষ্ণা আমাকে বলেছে, ওর লাগেজ থেকে ৪০০ ডলার চুরি গেছে। আর শামসুন্নাহারের লাগেজ থেকেও কিছু নেপালি মুদ্রা ও কাপড়-চোপড় হারিয়েছে।’

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএম/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :