গোপালগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৪ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৫

গোপালগঞ্জের মুকসুদপুরে আ. রব মোল্যা (১৭) নামে এক কিশোর ভ্যানচালককে হত্যার ঘটনায় আনোয়ার খান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ ছাড়া মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. অব্বাস উদ্দীন এ রায় দেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন ফরিদপুর জেলার ভাংগা উপজেলার পীরের চর গ্রামের মৃত কাদির খানের ছেলে আনোয়ার খান।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১২ জুন মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকা থেকে কিশোর আ: রব মোল্যার ভ্যান ভাড়া করে আসামিগণ। ভ্যান নেওয়ার উদ্দেশ্যে উপজেলার দিগনগর এলাকার ফাঁকা স্থানে নিয়ে আ: রব মোল্যাকে শ্বাসরোধে হত্যা করে। এবং তার লাশ কানুড়িয়া এলাকার পাটক্ষেতের মধ্যে ফেলে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা আ: রাজ্জাক মোল্যা ২০০৭ সালের ১৩ জুন গোপালগঞ্জের মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলা দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত আনোয়ার খানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মামলার অপর দুই আসামি হেমায়েত ও আজম মোল্যাকে খালাস দেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :