সিরিয়ার উপকূলে নৌকা ডুবির ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬
অ- অ+

সিরিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নৌকাডুবির ঘটনার পর মৃত অবস্থায় অন্তত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, জীবিত উদ্ধার হওয়া আরও ২০জনকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি যাত্রা শুরু করে। নৌকায় আনুমানিক ১২০ থেকে ১৫০ জন আরোহী ছিল। বর্তমানে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

নৌকাটিতে বিভিন্ন দেশের মানুষ ছিল বলে জানা গেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মতে, সিরিয়ার প্রায় ১৫ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে লেবানন। এছাড়া, লেবাননে বিভিন্ন দেশের আরও ১৪ হাজার শরণার্থী রয়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেপ্তার ১ 
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা