নাট্যকর্মী জিন্নাহকে প্রাণনাশের হুমকি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩২
অ- অ+

হঠাৎ নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক নাট্যকর্মী আকতারুল ইসলাম জিন্নাহকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার ব্যবহৃত মোবাইলে একটি ল্যান্ডফোন থেকে এই হুমকি দেয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে আকতারুল ইসলাম জিন্নাহ শনিবার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, আকতারুল ইসলাম জিন্নাহ পেশায় একজন আইনজীবী। তিনি গত ২২ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি মির্জাপুর উপজেলার উয়ার্শী গ্রামে আসেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি ০২৯৯৭৭৫২৪২৮ নম্বর থেকে তাকে জানে মেরে ফেলার হুমকি দেয়।

আকতারুল ইসলাম জিন্নাহ বলেন, মুক্তিযুদ্ধের ওপর ডকুমেন্টারি নির্মাণ ছাড়াও সব সময় সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছি। এরই বিপক্ষ শক্তি হয়তো এ জন্য হুমকি দিতে পারে বলে তিনি জানান।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আকতারুল ইসলাম জিন্নাহ থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা