নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানকে আ.লীগ থেকে বহিষ্কার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৪ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৩

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনকে পিটিয়ে হত্যার অভিযোগে তাকে দলে সব ধরনের পদ থেকে বাদ দেওয়া হয়।

শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলিম জীবন ও তার বাবাকে গুরুতর রক্তাক্ত জখম করেন আসাদ। জামিউল আলিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর মারা যান। এ দলীয় গঠনতন্ত্রের বিরোধী এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন ও তার বাবাকে পিটিয়ে আহত করেছেন আসাদ। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় আসাদকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :