অ্যাস্টোরিয়ন ও ব‌ডি লাইনকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪
অ- অ+

আমদানিকারক ছাড়া বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী পণ্যে ইচ্ছেমত মূল্য নির্ধারণ করে বিক্রির অভিযোগে গুলশান-২ এ অবস্থিত প্রসাধনী বিক্রির দোকান অ্যাস্টোরিয়ন ও ব‌ডি লাইনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।

আব্দুল জব্বার মন্ডল বলেন, অ্যাস্টোরিয়ন ও বডি লাইন স্টিকার ছাড়া বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর দাম নিজেদের ইচ্ছেমতো নির্ধারণ করে বিক্রি কর‌ছিল। যারা এরকম সাধারণ মানুষকে ঠকাচ্ছে, তাদেরকে জরিমানা তো করা হবেই সাথে জেলে দেওয়া হবে।

এসময় অভিযান চালিয়ে সাজা দেওয়ার আগেই সবাইকে সাবধান হতে হুঁশিয়ারি দেন তিনি। অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে বলে জানান।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/পিআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ
ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার
বিটিসিএলকে দেওয়া চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব
সাংবাদিকদের নিয়ে এনসিপি নেতার হুমকি: প্রতিবাদ ও নিন্দা জানাল বিএফইউজে ও ডিইউজে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা