আরব আমিরাতকে ১৭০ রানের টার্গেট দিল বাংলাদেশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৩
অ- অ+

দুবাইয়ে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির শুরুতে বাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। ফলে জিততে হলে সংযুক্ত আরব আমিরাতকে করতে হবে ১৭৫ রান। কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আরব আমিরাতের দলনেতা রিজওয়ান। ফলে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে ৯ বলে ১২ রান করে আউট হন ওপেনার সাব্বির রহমান। পরের উইকেটে এসে ২০ বলে ২৫ রান তুলেছেন লিটন কুমার দাস।

তৃতীয় উইকেটে মিরাজ-আফিফ মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে বেশিক্ষণ খেলতে পারেননি আফিফ। তার ইনিংস থেমেছে ১০ বলে ১৮ রানে। মোসাদ্দেক এসে ২২ বল খেলে করেন ২৭ রান। আর ওপেনিংয়ে খেলতে নামা মেহেদি হাসান মিরাজ আউট হয়েছেন ৩৭ বলে ৪৬ রানে।

এরপর দলনেতা নুরুল হাসান সোহানকে নিয়ে ইনিংস শেষ করেন ইয়াসির আলি রাব্বী। ২১ রানে ইয়াসির আলি ও ১৯ রানে সোহান অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা