র‌্যাবের আচরণ পরিবর্তন করতেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩২| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০
অ- অ+

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এবং এই ফোর্সটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনো শাস্তি নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

মার্কিন দূত বলেন, ‘এই বাহিনীর সদস্যদের আচরণ পরিবর্তনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিগগিরই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না। আমরা আশা করছি, র‌্যাবের আচরণ পরিবর্তন হবে।’

ঢাকার গুলশানে বৃহস্পতিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ—সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এই নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হবে না। তবে বাহিনীতে সংস্কার আনা হলে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।’

‘নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র। আমরা আশা করছি, র‍্যাবের আচরণ পরিবর্তন হবে’—যোগ করেন পিটার হাস।

ইন্দো প্যাসিফিক কৌশল—আইপিএস নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আইপিএসে বাংলাদেশের যোগ দেওয়া না দেওয়া কোনো বিষয় নয়। কেননা এটা একটি নীতি। বাংলাদেশ সেটা কিভাবে নেয় সেটাই দেখার বিষয়।’

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা