মরছেন না স্বামী, হতাশায় কফিন বিক্রির সিদ্ধান্ত স্ত্রীর

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ১৮:২৮
অ- অ+

স্বামীর জন্য কফিন কিনে রেখেছিলেন এক স্ত্রী। কিন্তু যা ধারণা করেছিলেন তার চেয়ে বেশিদিন বেঁচে রয়েছেন বেচারা স্বামী। এতে হতাশ ওই স্ত্রী। তাই স্বামীর জন্য কিনে রাখা কফিনটা তিনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনও দিয়েছেন।

অবাক করা এই ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে। ওই নারী দেশটির ইসডেল দ্বীপের বাসিন্দা। নাম মার্গারেট স্টেবলস। তবে তার স্বামীর নাম জানা যায়নি। ফেসবুকে পণ্য কেনাবেচার একটি গ্রুপে সম্প্রতি কফিন বিক্রির বিজ্ঞাপনটি দেন মার্গারেট।

ফেসবুকে ওই নারী লিখেছেন, ‘একটি নতুন কফিন বিক্রি হবে। এটি আমার স্বামীর জন্য কিনেছিলাম। কিন্তু যা ধারণা করেছিলাম, তিনি তার চেয়েও বেশি দিন বেঁচে রয়েছেন। ফলে কফিনের প্রয়োজন নেই। এটি অযথাই ঘর দখল করে রয়েছে।’

মার্গারেট আরও লিখেছেন, ‘কফিন বিক্রি করলেও তার মধ্যে থাকা বালিশটি দেওয়া হবে না। কারণ ওই বালিশ আমার কুকুর দখল করেছে।’ এই পোস্ট দেখে হাস্যরসে মেতে ওঠেন অনেকেই। একজন মজা করে লেখেন, আজকের দিনে আমার দেখা সেরা পোস্ট।’

আরেকজন নিশ্চিত হতে চান, কফিন বিক্রির বিজ্ঞাপনটি সত্যি নাকি রসিকতা। কফিনটিকে ইঙ্গিত করে এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘যারা এক রুমের ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এই কফিনটি সেরা।’

(ঢাকাটাইমস/২অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা