ফ্রান্সে আনন্দ উদ্দীপনায় পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ইল দা ফ্রেন্সের অন্তত ১২টি স্থানে এবার উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার কোভিড ১৯ নিষেধাজ্ঞা না থাকায় হিন্দু সম্প্রদায় আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে পূজার উৎসব উদযাপন করছে।
বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, শত শত মানুষের উপচেপড়া ভিড়, এমনকি বিভিন্ন ধর্ম এবং সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দও হিন্দু সম্প্রদায়ের সাথে পূজামণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে যোগ দিচ্ছেন।
ইল দা ফ্রেন্সের উল্লেখযোগ্য মণ্ডপগুলো হলো- বাংলাদেশ-ফ্রান্স সার্বজনীন পূজা পরিষদ, পূজা উদযাপন পরিষদ ফ্রান্স, পূজা উদযাপন পরিষদ প্যারিস- ফ্রান্স, মা দুর্গা ঐক্য পরিষদ, সনাতনী গীতা সংঘ, হিন্দু সেবা সংঘ, সনাতন ধর্ম সংঘ, সনাতন ধর্ম উন্নয়ন পরিষদ, দুর্গাবাড়ি পূজা পরিষদ উল্লেখযোগ্য।
বাংলাদেশ-ফ্রান্স সার্বজনীন পূজা পরিষদ লাকর্নোভ এর সভাপতি পলাশ পাল বলেন, ‘এবার কোভিড ১৯ নিষেধাজ্ঞা না থাকায় আমরা খুব সাচ্ছন্দ্যে পূজা উদযাপন করছি।’
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন সর্ব সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, প্রদীপ ঘোষ, মিটু নন্দী, কালাচাঁন, স্বপন সরকার, গৌতম ঘোষ, কার্তিক দাস, রুমি দাস, সোমা বর্ধণ, সংকুজিত দাস, সুবর্ণা দাস পূজা প্রমুখ।
(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গণহত্যা দিবস পালিত

কাতারে দূতাবাসের আয়োজনে গণহত্যা দিবস পালন

রোমে বাংলাদেশ দূতাবাসে 'গণহত্যা দিবস' পালিত

ফ্রান্সে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ করল বাংলাদেশ দূতাবাস

ইতালিতে এমিরেটস এয়ারলাইন্স-পপুলার ট্রাভেলসের পার্টনারশিপ উদযাপন

অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ট্রাক থেকে ২৩ বাংলাদেশি উদ্ধার

রমজানের কারণে লিসবনে আগাম ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন

ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের গ্রাহক সমাবেশ

ইতালিতে প্রবাসী নারীদের নিয়ে পিঠা উৎসব
