ভারী বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধস, সাজেকের পথে যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৬:০২ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১৪:১৫

ভারী বৃষ্টিপাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দেশের অন্যতম পর্যটন স্পট সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছেন হাজারো পর্যটক।

বুধবার সকালে উপজেলার নন্দরাম নামক স্থানে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রবল বর্ষণ হয়। এর ফলে বুধবার ভোরে নন্দরাম এলাকায় বিশাল একটি পাহাড় ধসে পড়ে। খাগড়াছড়ি জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে নন্দরাম এলাকা।

পাহাড় ধসের কারণে দুইপাশে বহু গাড়ি আটকা পড়েছে। তাতে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। অবশ্য পর্যটকদের নিরাপত্তার কারণে অধিকাংশ গাড়ি সাজেক থেকে ফেরার পথে মাচালং বাজারে এবং সাজেকগামী গাড়িগুলোকে বাঘাইহাটে আটকে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, মঙ্গলবার রাতে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত হয়। এতে পাহাড় ধসে পড়েছে। এ কারণে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ আছে। মাটি সড়িয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সেনাবাহিনীর ২০-ইসিবি কাজ শুরু করেছে। শিগগির গড়ি চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছেন সেনা কর্মকর্তারা। দুপুরের পরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

ঢাকাটাইমস/০৫অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :