ত্বকের যত্নে লেমন বামের বিস্ময়কর গুণের কথা জানুন

আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক গাছপালা, যেগুলোর ভেষজ গুণ বহুমাত্রিক। শিকড়, কাণ্ড কিংবা পাতা ব্যবহার করে বেশ কিছু সমস্যা থেকে মিলতে পারে রেহাই। তেমনই একটি গাছ লেমন বাম। দেশে খুব একটা পরিচিত না হলেও যারা বাগান করতে ভালবাসেন, তাদের অনেকেই এই গাছটি সম্পর্কে জানেন।
ইউরোপ, উত্তর আমেরিকা ও পশ্চিম এশিয়ার বহু দেশে লেমন বাম দেখা যায়। বিজ্ঞানসম্মত নাম, মেলিসা অফিসিনালিস। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ত্বকের সমস্যা কমাতে ও দৈনন্দিন বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে এই গাছের পাতার রয়েছে বিস্ময়কর গুণাগুণ।
কী কী কাজে লাগে লেমন বাম?
ব্রণ কমাতে
লেমন বামে রয়েছে জীবাণুনাশক ও প্রদাহনাশক গুণ। ফলে মুখের ক্ষত ও জ্বালা-যন্ত্রণার সমস্যা কমাতে কাজে আসতে পারে এই ভেষজ। বিশেষ করে ব্রণের সমস্যা কমাতে অনেকেই এই পাতা ব্যবহার করেন। মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতেও বেশ কার্যকর এই পাতা। পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে ধোয়া যেতে পারে মুখ।
বয়সের ছাপ কমাতে
ত্বকের কোষে রক্ত সঞ্চালন বাড়াতে কাজে আসতে পারে লেমন বাম। আর কোষে রক্তসঞ্চালন ভালো হলে দূর হয় বলিরেখার সমস্যা। কমে বয়সের ছাপ। ত্বক টানটান রাখতে ও স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতেও কাজে লাগতে পারে এই লেমন বাম গাছের পাতা।
সানস্ক্রিন হিসাবে
লেমন বামে থাকে ক্যাফেইক ও রোজমারিনিক অ্যাসিড নামে দুটি উপাদান। এই দুই উপাদান রোদের হাত থেকে ত্বক রক্ষা করতে সাহায্য করে। তাই প্রাকৃতিক সানস্ক্রিন হিসাবে এই পাতা ব্যবহার করা যায়। অতিবেগুনি রশ্মির প্রভাবে হওয়া ত্বকের ক্ষতি আটকাতে কাজে আসতে পারে লেমন বাম।
পোকামাকড় দূরে রাখতে
যে হারে ডেঙ্গু বাড়ছে, তাতে মশার কামড় খাওয়া যত কমবে, ততই মঙ্গল। লেমন বামের পাতা বেটে মাখলে, তা দূরে রাখতে পারে পোকামাকড়। তবে মুখে সরাসরি এই পেস্ট লাগাবেন না।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এজে)
সংবাদটি শেয়ার করুন
ফিচার বিভাগের সর্বাধিক পঠিত
ফিচার এর সর্বশেষ

একটি গোলাপ ১১২ কোটি টাকা! কেন এত দাম?

শিশুর মোয়ামোয়া রোগের যেসব লক্ষণে সতর্ক হবেন

টাক পড়াসহ চুলের নানা সমস্যার সহজ সমাধান জবা ফুল

মিলন হয়নি অথচ তরুণী নাকি গর্ভবতী!

যেসব রান্নার তেল ডায়াবেটিস রোগীদের বিষ

সকালে কী খেলে সারাদিন থাকবেন চনমনে? যা বলছেন বিশেষজ্ঞরা

ভেষজ ঔষধি মৌরি শরীরের কর্মক্ষমতা বাড়ায়

দাম্পত্য জীবনে ভরপুর সুখ আসে কোন দিন

ভেষজ গুণসমৃদ্ধ খেজুর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
