গ্রামীণ ফোন: তোমার আর কত লাগে বলো!

মিজান মালিক
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২২, ১৯:৫৫
অ- অ+

গ্রামীণ ফোন‌ও কী জ্বালানি সংকটে পড়েছে? নাকি ডলার ক্রাইসিসের কারণে বিদেশ থেকে তরঙ্গ আনতে পারছে না? আপনার সমস্যা কী বলেন হে গ্রামীণ ফোন?

ক্লায়েন্টের সাথে ধুমিয়ে প্রতারণা করছেন- বিষয়টা কী?

আমি ১৯ অক্টোবর ৭দিনের জন্য ইন্টারনেট প্যাকেজ নেই ১১৪ টাকা দিয়ে। ৭ দিন নয়, আপনি ৪ দিনে আমার টাকা কেটে নিয়ে গেলেন। এরপর নেট শুন্য করে দিলেন। আমি ভাবলাম, ৭ দিনের প্যাকেজে কোনো ঝামেলা আছে। বাধ্য হয়ে ২২ অক্টোবর ৩৯৯ টাকা দিয়ে ৩০ দিনের জন্য এমবি প্যাকেজ নিলাম। উমা! ১২ দিনের মাথায় ২ নভেম্বর দেহি প্যাকেজের মেয়াদ শেষ! কিনলাম এক মাসের এমবি। গেল ১২ দিন।‌

এরপর ২ নভেম্বর বিকেলে আবার কিনলাম ১১৪ টাকার ৭ দিনের প্যাকেজ।

ফাঁকে ফাঁকে অফিস, প্রেসক্লাব বা বাসায় ওয়াইফাইতেও থাকি। ফলে আমার এতো বেশি এমবি খরচ হবার কথা নয়।

আমার প্রশ্ন হলো আর কত ঠকাতে হবে বেনিয়া গ্রামীণ ফোন? তোদের আর কত লাগে?

অন্য কোনো গ্রাহক হলে তোদের চৌদ্দ গোষ্ঠীকে গালি দিত।। আমি ভদ্রভাবে বললাম। বাটাপারি আর কত? আমি এবার কোর্টে প্রয়োজনে তোদের বিরুদ্ধে গ্রাহকের সঙ্গে ঠকবাজির ও প্রতারণার অভিযোগ দেবো। আমার মতো আরও যারা এভাবে গ্রামীণ ফোনের প্রতারণার শিকার তারাও এগিয়ে আসতে পারেন। অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

লেখক: নির্বাহী সম্পাদক, ঢাকা টাইমস।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা