নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যায় বুয়েট শিক্ষার্থীর লাশ

নিখোঁজের তিন দিন পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের (২৪) লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে। সোমবার বিকালে লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ফারদিন নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুর উদ্দিনের ছেলে। তবে তারা বর্তমানে রাজধানীর ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ৪ নভেম্বর ফারদিন নূর নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজের বাবা কাজী নুরুউদ্দিন রাজধানীর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিডিতে কাজী নুরু উদ্দিন উল্লেখ করেন, ৪ নভেম্বর ফারদিন কোনাপাড়ার বাসা থেকে বুয়েট আবাসিক হলের উদ্দেশে বের হয়ে যান। শুক্রবার হলে থেকে শনিবার পরীক্ষা দিয়ে বাসায় ফিরে আসার কথা ছিল তার। পরবর্তী সময়ে জানতে পারেন, ফারদিন পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ফারদিনের ফোন নম্বরে তারা যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
কাজী নুর উদ্দিন জানান, পূর্বশত্রুতার জেরে কেউ ফারদিনকে হত্যা করে থাকতে পারে। তিনি বলেন, লাশ পচে ফুলে গেছে। লাশের সঙ্গে তার ছেলের ব্যবহৃত দামি মুঠোফোন, ঘড়ি ও মানিব্যাগ পাওয়া গেছে। কিছুই খোয়া যায়নি।
(ঢাকাটাইমস/০৭নভেম্বর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

আমাজনে চাকরি পেলেন কুবি শিক্ষার্থী যাদব

ভারপ্রাপ্ত থেকে জাবি রেজিস্ট্রারের পূর্ণ দায়িত্বে আবু হাসান

মাদারীপুরের ঢাবি পড়ুয়াদের ‘অপরাজেয়’ এর নতুন নেতৃত্ব

পবিপ্রবিতে অনুমোদনহীন নিয়োগের পাঁয়তারা, প্রশ্নবিদ্ধ প্রশাসন

কুবি ছাত্রলীগের নতুন কমিটি চায় পদ প্রত্যাশীরা

হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন

বাকৃবিতে প্রথমবারের মতো জাতীয় ভাষা উৎসব উদযাপিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার হলেন প্রফেসর ড. হারুন-অর-রশিদ

ড. হোসনে আরা জবি কলা অনুষদের নতুন ডীন
