ড. ইউছুফ হারুনকে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২২, ১৮:১২| আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৮:১৫
অ- অ+

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন (বামা) নির্বাচনে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের পক্ষ হতে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের ১২ তলার মিলনায়তনে শুক্রবার এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসাখাতকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিজেদের ভুলগুলো দূর করে দাবি আদায়ে সরকারের কাছে আবেদন করলে অবশ্যই তা পূরণ হওয়া সম্ভব।

ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা সেবা আপামর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বানও জানান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বামা’র সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী, ভাইস-চেয়ারম্যান হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম ডা. মোবারক হোসাইন, হাকীম মো. কামরুজ্জামান, সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষক ডা. শারিক হাসান খান, ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড সদস্য হাকীম কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মো. মোকছেদুল আলম, কবিরাজ আব্দুল মোতালিব মতিন, দেশীয় চিকিৎসক সমিতির মহাসচিব হাকীম মো. হাবিবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কবিরাজ মোস্তফা নওশাদ জাকি, হাকীম শাহ আলম ভূঁইয়া, হাকীম মো. আজিজুর রহমান মোল্লা, হাকীম শাহরিয়ার পলাশ প্রমুখ।

এর আগে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে স্বৈরাচারের স্থান জনগণ মেনে নেবে না : আমিনুল হক
আখাউড়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা