বিপ্লবের মাথা ও বুকের দুপাশে আঘাতের চিহ্ন, হত্যার সন্দেহ

বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি উদ্যোক্তা দুরন্ত বিপ্লবের (৫১) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মাথা ও বুকের দুপাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ চিকিৎসকদের।
রবিবার সকালে মরদেহের ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মফিজ উদ্দিন প্রধান নিপুণ এ তথ্য জানান।
চিকিৎসক মফিজ উদ্দিন বলেন, ‘বিপ্লবের মাথার পেছনে সমান কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সেখানে ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার মাথায় স্বাভাবিকের তুলনায় অনেক কম জেল পাওয়া গেছে। বিপবের বুকের দুপাশেও আঘাতের চিহ্ন পেয়েছি। তাকে হত্যা করা হতে পারে।’
দুরন্ত বিপ্লবের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুর গ্রামে। তার বাবা প্রয়াত আব্দুল মান্নান। ১৯৯৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন বিপ্লব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।
কৃষি উদ্যোক্তা বিপ্লবের কৃষি খামার ছিল ঢাকার কেরানীগঞ্জে। গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন পাওয়া যায় কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়।
নারায়ণগঞ্জ পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, ‘শনিবার বিকালে বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ পানগাঁও থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত সাড়ে ১২টায় কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বিপ্লবের স্বজনরা। পরে রাত তিনটার দিকে নারায়ণগঞ্জ পাগলা নৌ-পুলিশ ফাঁড়িতে এসে নিহতের ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন তারা।’
এসআই শাহজাহান বলেন, ‘৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে দুরন্ত বিপ্লব নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আগে মুঠোফোনে তার শেষ অবস্থান ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ। মরদেহ দেখে মনে হয়েছে অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এমএম/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

টেকনাফে ৪০৩ ক্যান বিয়ার ও ১৭২ বোতল মদ জব্দ করল কোস্টগার্ড

স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা শওকত আলীর গাড়ি বহরে বোমা মারলো কারা?

বগুড়ার ৪ আসনে প্রার্থী হলেন বিএনপির সাবেক নেতারা

তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, ভোগান্তিতে যাত্রীরা

নরসিংদী-১: স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত
