নোয়াখালীতে প্রাথমিকে শূন্য পদে সর্বোচ্চ নিয়োগের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২২, ২০:৩৯| আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২০:৪০
অ- অ+

প্রাথমিকের বর্তমান শূন্য পদের বিপরীতে সর্বোচ্চসংখ্যক নিয়োগসহ ৭দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন প্রাথমিকে চূড়ান্ত নিয়োগের ফলপ্রত্যাশীরা। পরে দ্রুত নিয়োগের দাবিতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রাথমিকে চূড়ান্ত নিয়োগের ফলপ্রত্যাশী কমিটির আহবায়ক আসিফ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফলপ্রত্যাশী সাহেদ, রাতুল, তাসরিফ, সাইফুলসহ অনেকে।

বক্তারা, শূন্যপদের বিপরীতে সর্বোচ্চসংখ্যক নিয়োগ দিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির ৯নং ছকে সকল শূন্যপদের বিপরীতে নিয়োগ হবে উল্লেখ থাকলেও বর্তমানে শূন্যপদ প্রায় ৬০ হাজার। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো ১শিফটে চলবে বলে আমরা বিদায়ী সচিব থেকে জানতে পারি। সেক্ষেত্রে পাঠদানের জন্য সর্বোচ্চসংখ্যক নিয়োগের প্রয়োজন। এতে প্রাথমিকের পাঠদান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উপর যে গুরুত্ব দিয়েছে, সেটির বাস্তবায়নের জন্য সর্বোচ্চসংখ্যক শিক্ষক নিয়োগ অতীব জরুরি। এ নিয়োগ হলে প্রাথমিকে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তারা।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা