মেসিদের চমক দেখাতে চায় মেক্সিকো

সমীকরণ পক্ষে কথা বললেও মেসিদের চমক দেখাতে চায় মেক্সিকো।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী মেক্সিকান ফরোয়ার্ড হারভিং লোসানো জানান, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের মতো আরেকটি চমক উপহার দিতে চান তারা। তবে তিনি জানেন আজকের ম্যাচটি জিততে মরিয়া থাকবে আর্জেন্টিনা। এমনকি এ ম্যাচে নিজেকে উজাড় করে দেবেন মেসি।
তিনি বলেন, আমাদের যথেষ্ট ধৈর্য্য আছে। আমরা দারুণ একটি দল, মাঠে আমাদের সেটি দেখাতে হবে। এই ম্যাচটি হতে পারে আমাদের পরের ধাপে যাওয়ার চাবিকাঠি।
প্রসঙ্গত, বিশ্বকাপে তিনবারের দেখায় আর্জেন্টিনাকে একবারও হারাতে পারেনি মেক্সিকো।
আজ (শনিবার) কাতারের লুসাইল স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-মেক্সিকো। এই মাঠেই সৌদির বিপক্ষে ধাক্কা খেয়েছিল মেসিরা।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএম)

মন্তব্য করুন