মেহেরপুর সীমান্তে লাশ দেখানোর আয়োজন

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ২৩:২৭

মেহেরপুর সীমান্তে দুই দেশের শূন্যরেখায় ভারতে মারা যাওয়া বাংলাদেশি স্বজনের লাশ দেখানোর আয়োজন করে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অবতারণা করল সীমান্তরক্ষীরা। শনিবার দুপুরে মুজিবনগর সীমান্তের মেইন পিলার ১০৫-এর কাছে বাংলাদেশি স্বজনের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়। মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার শহিদ শেখ ও ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প কমান্ডার তরুণ কুমার শর্মার নেতৃত্বে এ আয়োজন করা হয়।

ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের সুকৃতি মণ্ডল ৩৫ বছর আগে বিবাহসূত্রে সেখানে বসবাস শুরু করেন। তিনি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের তার ভাই প্রভুদান হালসোনা স্থানীয় ইউপি সদস্য সেবাস্তিন মল্লিকের মাধ্যমে বিজিবির কাছে আবেদন করেন। পরে বিজিবি বিএসএফকে চিঠি দেয়।

ইউপি সদস্য সেবাস্তিন মল্লিক জানান, সুকৃতি মণ্ডল আমার ফুপু হন। মৃত্যুর খবর পেয়ে আমরা বিজিবির কাছে লাশ দেখার আবেদন জানাই। বিজিবি আমাদের আবেদনে সাড়া দিয়ে বিএসএফের সঙ্গে সমন্বয় করে লাশ দেখানোর ব্যবস্থা করে।

সুকৃতি মন্ডলের বোনের ছেলে ভারতীয় নাগরিক জুম্মত মণ্ডল বলেন, মাসির লাশ তার ভাই বোনদের দেখাতে পেরে আমরা খুবই খুশি।

চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহ মো. ইশতিয়াক বলেন, দুই দেশের সীমন্তবর্তী মানুষের সম্পর্ক উন্নয়ন এবং অপরাধ প্রবণতা কমাতে বিজিবি-বিএসএফ এ ধরনের মানবিক কার্যক্রম গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :