মুখোমুখি ব্রাজিল-ক্যামেরুন, দেখে নিন দুদলের একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:৪৯

এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ব্রাজিল গ্রুপসেরা হওয়ার দৌড়ে মাঠে নামছে। অন্যদিকে জয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে চায় ক্যামেরুন। দুদল মধ্যকার ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ১টায়।

ব্রাজিল একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)

এডারসন, ব্রেমার, এডের মিলিতাও, অ্যালেক্স তেলেস, দানি আলভেস, রদ্রিগো, ফ্রেড, ফ্যাবিনহো, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনলি ও অ্যান্টনি।

ক্যামেরুন একদাশ: (ফরমেশন-৪-২-৩-১)

ডেভিস ইপ্যাসি, এনজো ইবোসে, ক্রিস্টোফার ওহ, তোলো নওহো, কলিন্স ফাই, ম্যাক্সিম, চুপো মোটিং, পিয়েরে কুন্দে, জাম্বো অ্যানগুইসা, ভিনসেন্ট আওবেকার, নিকোলাস মোওমি, ব্রায়ান এমবেওমো।

(ঢাকাটাইমস /০৩ডিসেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :