রবিবার জাতীয় নাট্যশালায় বুয়েট ড্রামা সোসাইটির “দ্যা মাউসট্র্যাপ”

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২২, ২২:৫৪
অ- অ+

বুয়েট ড্রামা সোসাইটি তাদের ১৫তম প্রযোজনা “দ্যা মাউসট্র্যাপ” মঞ্চ নাটক নিয়ে আসছে রবিবার। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূলমঞ্চে নাটকটি প্রদর্শিত হবে।

“দ্যা মাউসট্র্যাপ” এর মূল গল্প অগাথা ক্রিস্টি। এর অনুবাদ করেছেন আব্দুস সেলিম, নির্দেশনায় রয়েছেন এ বি সিদ্দিকী জেম।

নাটকে সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় বলে জানান জেম।

তিনি বলেন, মানবজীবনে যেমন আছে সংশয়, শঙ্কা, লোভ, হিংসা, অসহায়ত্ব ও দ্বিচারিতার মতো কদর্যতা, তেমনি আছে ভালোবাসা, স্নেহ, মমতা ও সহানুভূতির মাধুর্য। এ সবকিছুই প্রকাশ পায় নাটকে। মানবজীবনের এমনই এক অংশ দেখানো হবে নাটকে।

জেম আরও বলেন, বুয়েট ড্রামা সোসাইটি বুয়েটের একটি স্বনামধন্য ক্লাব হিসেবে এর আগেও সাফল্যের স্বাক্ষর রেখেছে দেশে ও বিদেশে। মাঝের একটি দীর্ঘ বিরতির পর আমরা আবার ফিরে এসেছি “দ্যা মাউসট্র্যাপ” নিয়ে।

'বুয়েট ড্রামা সোসাইটি বরাবরই সত্য প্রকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। আমরা সবসময়ই চাই সমাজের যা কিছু সুন্দর তার চর্চা করতে এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করতে। আমরা চাই আমাদের নাট্যচর্চা বুয়েট ক্যাম্পাসে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বে'-যোগ করেন তিনি।

নাটকটি দেখার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন বুয়েট ড্রামা সোসাইটির সভাপতি সাদিয়া তাহ্সিন কাদীর।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা