যুক্তরাষ্ট্রের নতুন কোনো নিষেধাজ্ঞা না দেয়ার আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৮ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ০৮:৩৬

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এমন আশা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি বাংলাদেশের ওপর আর কোনো নতুন নিষেধাজ্ঞা জারি করছে না যুক্তরাষ্ট্র।’

১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচিকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘গত বছরের ওইদিনে মার্কিন প্রশাসন র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। সামনের দিনে বিএনপির লবিস্টরা আরও নিষেধাজ্ঞা পাইয়ে দিতে ১০ ডিসেম্বর সমাবেশ করার পরামর্শ দিয়েছে।’

২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব এবং এর ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যা প্রত্যাহারে এক বছর ধরে দেন-দরবার করে চলেছে বাংলাদেশ। যদিও তেমন কোনো অগ্রগতি হয়নি।

বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। কিন্তু কার ওপর কী কারণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ কার বিরুদ্ধে কী অভিযোগ তা জানাতেই মার্কিন প্রশাসন বছর পার করে দিয়েছে। বিএনপি পাল্টা লবিস্ট নিয়োগ করে নতুন নিষেধাজ্ঞা জারির চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে এটি প্রত্যাহার করতে পারে। কিন্তু তা হচ্ছে না। এ কারণে আমরা আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি।’

এজন্য মামলা করতে হয় বলে জানান শাহরিয়ার আলম। মামলা করতে হলে কার বিরুদ্ধে কী অভিযোগ তা জানতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অতি সম্প্রতি আমরা তা হাতে পেয়েছি। প্রক্রিয়াটি এতই শ্লথ যে, তথ্যটি আমরা এক বছর পরে পেলাম।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী রাজনৈতিক দল দেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, দেশের সফল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সবচেয়ে কার্যকর সংস্থা র‌্যাবের বিরুদ্ধে বিশেষত সংস্থাটির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে নালিশ করছে।’

এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্পে মাদক উদ্ধার করতে গিয়ে একজন স্কোয়াড্রন লিডার নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘যেকোনো ফোর্সের মতো র‌্যাবেও যদি কেউ দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ৩ শতাধিক র‌্যাব সদস্য গত ৩-৪ বছরে শাস্তির মুখোমুখি হয়েছেন, এই তথ্যগুলো সম্পূর্ণ নতুন। আমাদের কাছে কেউ চায়নি। তবুও আমরা তা প্রকাশ করছি। এ বিষয়ে অগ্রগতির কথা মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শ্যারমেন স্বীকার করেছেন।’

তবে র‌্যাবের ভুল ত্রুটি থাকতে পারে বলেও স্বীকার করেন শাহরিয়ার আলম। ‘কিন্তু তাদের সফলতাও অনেক রয়েছে’ বলে উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় নতুন কোনো নিষেধাজ্ঞা জারি করা ন্যায্য সিদ্ধান্ত হবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মনে করি না নতুন করে নিষেধাজ্ঞা আসবে। কারণ, আমরা এনগেজমেন্ট বাড়িয়েছি। যে তথ্য, যে বিষয়গুলো তারা চাচ্ছিলেন সেগুলো যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি।’

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

দুই অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি

উপজেলা নির্বাচনে ইসির প্রস্তুতি সম্পন্ন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

ঢাকায় চার দিনব্যাপী ন্যাপ এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেড়েছে রেললাইনের তাপমাত্রা, দিনের প্রথম ৬ ঘণ্টা গতি কমানোর নির্দেশ

মধ্যপ্রাচ্যে সংঘাত: প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

তীব্র এই গরম থেকে বাঁচতে যে পরামর্শ দিলেন ঢাকার সিভিল সার্জন

আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত-বন্যা, ঢাকাগামী ৯ ফ্লাইট বাতিল

আট বিভাগে চলমান তাপপ্রবাহের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

নিউমার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প

এই বিভাগের সব খবর

শিরোনাম :