বগুড়ায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় হাসপাতালকে জরিমানা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:১৬

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের ঠনঠনিয়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেসরকারি সাইক জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় প্যাথলজি বিভাগে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকারের এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :