আলিয়া মাদ্রাসা: ছাত্রদের বিক্ষোভের মুখে মাঠ উদ্বোধন না করেই ফিরলেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৪:৫২ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ১৪:২৫

রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ দখলের অভিযোগে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের মুখে মাঠটি উদ্বোধন না করেই ফিরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার বেলা সাড়ে বারোটার দিকে বকশিবাজারের এই খেলার মাঠটি উদ্বোধন করতে আসেন মেয়র তাপস। তবে সকাল থেকেই মাঠটি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মাদ্রাসা শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, মাদ্রাসা প্রশাসনের দুর্বলতার সুযোগে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির একের পর এক সম্পদ স্থানীয় প্রভাবশালীরা দখল করেছে। এখন আলিয়া মাদ্রাসার বড় খেলার মাঠটিও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশিবাজার কেন্দ্রীয় খেলার মাঠ নামে উদ্বোধন করতে চাচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আলিয়া মাদ্রাসার নিজস্ব মাঠটি অন্য নামে উদ্বোধন তারা মানেন না। সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব নামেই খেলার মাঠটি উদ্বোধন করতে হবে।

আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এই মাঠ আমাদের, এই মাঠ আলিয়ার’, ‘মাঠ চাই, মাঠ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ডিউটি অফিসার জহিরুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘ঘটনাস্থলে ডিসি লালবাগসহ সবাই আছেন। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কাউকে আটকও করা হয়নি।’

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/কেআর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :