কৃতজ্ঞতা প্রকাশ, আর্জেন্টিনার ‘ধন্যবাদ’ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৫২| আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৯:৫৪
অ- অ+

বিশ্বজুড়ে আর্জেন্টিনা ফুটবলের কোটি ভক্ত রয়েছে। তবে এ উন্মাদনায় প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ। তাইতো বিশ্বকাপ জয়ের দিনে বিশেষ কৃতজ্ঞতা জানাতে ভুলেনি ফুটবলের দেশ আর্জেন্টিনা।

নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টিনা ফুটবল ফেডারশন লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। আপনাদের সুন্দর সমর্থনের জন্য।’

টুইট বার্তায় বাংলাদেশের পর ভারত ও পাকিস্তানকেও ধন্যবাদ জানায় আর্জেন্টিনা।

এদিকে দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশটির ফুটবল প্রেম আপ্লুত করেছেন আর্জেন্টাইনদের। এখন বাংলাদেশকে নিয়ে আর্জেন্টিনাতে মাতামাতি হয়। ক্রিকেটে বাংলাদেশের বিজয়ের খবর প্রচার করা হয় দেশটির সংবাদ মাধ্যমে।

অপরদিকে বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এমন উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে বিশ্বফুটবলের কর্তা ফিফার দরজা পর্যন্ত। ফিফাও বিভিন্ন সময় বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের ভিডিও প্রকাশ করেছে। এবার বিজয়ের চূড়ান্ত দিনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ধন্যবাদও কুড়িয়ে নিল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা