ফিফা র‌্যাংকিং

চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রানার্সআপ ফ্রান্স সব পেছনে, শীর্ষে সেই ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২২, ০৯:৩৪| আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫
অ- অ+

সদ্যই শেষ হলো বিশ্বকাপের কাতার আসর। ফ্রান্সকে হারিয়ে কাপ জিতে বাড়ি ফিরেছে মেসির আর্জেন্টিনা দল। খেলা শেষ হওয়ার পরপরই ফিফা র‌্যাংকিং প্রকাশ করা হয়। এখন মনে করা যেতে পারে র‌্যাংকিংয়ে শীর্ষে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু না, বিশ্বকাপ জিতেও শীর্ষে উঠতে পারেননি মেসিরা। বরাবরই ওই স্থানটি ধরে রেখেছে ব্রাজিল। পেছনে পড়ে আছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে পেছনে ফেলে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে আসে ব্রাজিল। এর পর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা। যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। এবারের বিশ্বকাপে ব্রাজিল ৩টি ম্যাচ জিতেছে। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা।

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা ট্রফি জেতে আর্জেন্টিনা। সর্বশেষ কাতার বিশ্বকাপও জিতে নিয়ে। কিন্তু তার পরেও ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠতে পারেনি তারা।

বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ের ভেতর ফ্রান্সকে হারাতে পারলে আর্জেন্টিনা শীর্ষস্থানে আসতে পারতো। কিন্তু মেসির দল সেটা করতে ব্যর্থ হয়েছে।

তবে ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় হয়েছে বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। আর বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে ৪ নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। শীর্ষ দশে বড় লাফ দিয়ে ১০ম থেকে ৭ম স্থানে চলে এসেছে ক্রোয়েশিয়া।

অন্যদিকে বিশ্বকাপে অংশ না নিয়েও অষ্টম স্থানে রয়েছে ইতালি।এবারের বিশ্বকাপের দুই হট ফেবারিট পর্তুগালের স্থান নবম এবং স্পেন ১০ম।

এদিকে এবারের বিশ্বকাপের সবচেয়ে নজরকাড়া দল মরক্কো নিজেদের ফুটবল ইতিহাসে এবার সর্বোচ্চ র‌্যাংকিংয়ে পৌঁছেছে। ১১ নম্বরে অবস্থান করছে আফ্রিকান লায়ন্সরা। সূত্র: ইএসপিএন।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজের নামে সর্বোচ্চ ১০টি সিম কেনা যাবে, জানালো বিটিআরসি
বনানীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কসবা সীমন্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি
কানে বিশেষ স্বীকৃতি পেলো আদনান আল রাজীবের ‘আলী’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা