আমেরিকার নিগ্রো কবি পল লরেন্স ডানবারের দুটি কবিতা

আকিব শিকদার
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৩, ১২:২৫

আমেরিকার নিগ্রো কবি পল লরেন্স ডানবারের জন্ম ১৮৭২ সালে। পলের পিতামাতা ছিলেন ক্রীতদাস। কঠিন দারিদ্র আর সংগ্রামের মধ্য দিয়ে তার শৈশব কেটেছে। দাসত্বের পীড়া নিয়ে বহু লেখা লিখেছেন তিনি। রূপকতা তার লেখার গুরুত্বপূর্ণ বৈশিষ্ঠ্য।

পল লিখেছেন অল্প, তবে প্রতিটি সৃষ্টিই যেন তাঁর সেরা সৃষ্টি। ১৯০৬ সালে মাত্র ৩৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। স্বল্পায়ু এই কবি আমেরিকার প্রথম সার্থক নিগ্রো কবি হিসেবে স্বীকৃত।

পল লরেন্স ডানবারের ভাষা থেকে বেশ কিছু কবিতা ইংরেজিতে রুপান্তর করেছিলেন আলবেরিক উডনি। সেখান থেকেই দুটি কবিতা অনুবাদ করেছেন আকিব শিকদার

উদিয়মান সূর্য

সোনার থালার মতো একটি চাকতি

রোজ উকি দেয় পূর্ব নীলিমায়

জ¦লন্ত পয়সার মতো সেই চাকতিটি

পশ্চিমা গাছের আড়ালে রোজ ডুবে যায়।

প্রভাতে উঠে সে মৃদু তাপে

দুপুরে খড়তাপ পুড়ে দেয় প্রান্তর

গোধূলিতে পূনরায় মৃদু তাপ।

মানব জীবন সেই সূর্যেরই মতো

যৌবনে তেজদীপ্ত, কৈশোরে বার্ধক্যে নিসতাপ।

সহানুভূতি

আমি জানি বন্দি পাখিটি কী ভাবছে একাকী!

যখন রোদ আলো ছড়ায় উপত্যকা ঢালে;

যখন বায়ু নাচে সুলম্ব ঘাসের ডগায়,

এবং নদীটি প্রবাহিত হয় চলমান কাঁচের মতো,

যখন প্রথম পাখিটি ডাকে এবং প্রথম কুঁড়িটি জাগে,

এবং যখন পবিত্র পাত্র থেকে সুগন্ধ লুট হয়ে যায়—

আমি জানি বন্দি পাখিটি কী ভাবছে একাকী!

আমি জানি বন্দি পাখিটি কেন পাখা ঝাপটায়

নিষ্ঠুর শিকগুলো তার রক্তে লাল হওয়া পর্যন্ত;

কারন তাকে ফিরে যেতে হবে তার ঠিকানায়,

সে ঝুলন্ত পাতার মতো আনন্দে সেঁটে যাবে শাখায়;

এখন দুঃখগুলো চিহ্নত এক সফেদ পুরাতন ক্ষতে,

তা আরো স্পন্দিত হয় তীক্ষèতর হুলের আঘাতে—

আমি জানি বন্দি পাখিটি কেন পাখা ঝাপটায়!

আমি জানি বন্দি পাখিটি কেন শিষ দিয়ে ওঠে,

ওহ্! যখন ডানায় তার রক্তছাপ, অন্তরে বেদনা,—

যখন আঘাত করে শিকে মুক্তির আক্ষাঙ্কায়;

সে তো গায় না কোনো আনন্দ-সঙ্গীত,

এ যে হৃদয় নিংড়ানো কোনো প্রার্থনার বাণী,

এ যে অভিশাপ ছুঁড়ে দেওয়া বিধাতার কাছে—

আমি জানি বন্দি পাখিটি কেন শিষ দিয়ে ওঠে!

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :