পিএসসির সদস্য পদে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত সচিব ড. গোলাম ফারুক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:৪৩

অবসরপ্রাপ্ত সচিব ড. সৈয়দ মো. গোলাম ফারুককে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে ড. সৈয়দ মো. গোলাম ফারুক দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এসএম)

মন্তব্য করুন