রাজের তোলা ছবিতে পরীর কোলে রাজ্যের হাসি

দাম্পত্য জীবনে রাগ-অভিমান বা ঝগড়া হবে না, এটা সম্ভব না। দুনিয়াতে এমন কোনো দম্পতি নেই যেখানে অভিমান নেই। অনেকে তো বলেই বসেন যে ঝগড়া ছাড়া কোনো দাম্পত্যকে সম্পূর্ণই বলা যাবে না।
এই তো কিছুদিন আগের কথা, তারকা দম্পতি রাজ-পরীমনির সাংসারিক জীবনে কত ঝড়-ঝাপটা কত ঝঞ্জাট। একপর্যায়ে তো বিচ্ছেদের ঘোষণাই আসলো। যদি তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি।
বরফ গলেছে তারকা জুটি রাজ-পরীমনির অভিমানের। মনের ভেতর জমে থাকা সকল অভিমান মুছে ভাঙ্গনের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে তাদের সংসার। সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে আবারও একই ছাদের নিয়ে সংসার শুরু করেছেন তারা।
তারই রেশ পাওয়া গেল বুধবার (১১ জানুয়ারি)। রাজ-পরীর সন্তানের বয়স ৫ মাস পূর্ণ হলো। বিশেষ এ দিনটি পাঁচ রঙের পাঁচটি কেক কেটে উদযাপন করেছেন তারা। সেই মূহুর্তের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করছেন।
পরীমনি বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাজ্যকে কোলে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে মা-ছেলে দুজনকেই বেশ হাস্যজ্জল দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘বাজানের হাসি! আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ।’ আর ছবির তোলার জন্য ক্রেডিট দিয়েছেন স্বামী শরীফুল রাজকে।
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল ইসলাম রাজ ও পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। গত ১০ আগস্ট রাজ-পরীর ঘরে আসে তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন