বিশ্বে দূষিত শহরের শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮:৫৫ মিনিটে ঢাকা শহরের বাতাসের গুণগত মান ছিল আশঙ্কাজনক। বাতাসের গুণগত মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (অ্যাকিউআই) নিরীক্ষা মতে শনিবার সকালে ঢাকার বাতাসের দূষণের মাত্রায় স্কোর ছিল ২৪৭, যেখানে দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকার দিল্লির স্কোর ২০৪।

অ্যাকিউআইয়ের মানদণ্ড অনুযায়ী ১৫১ থেকে ২০০ এর মধ্যে স্কোর করা জায়গাগুলি ‘অস্বাস্থ্যকর’, ২০০ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ কে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয় যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে।

ভারতের দিল্লি, উজবেকিস্তানের তাসখন্দ এবং ভারতের মুম্বাই যথাক্রমে ২২৩, ১৬৬ এবং ১৬৫ স্কোর নিয়ে অ্যাকিউআই ইনডেক্সে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। অপরদিকে ১০১ থেকে ১৫০ এর মধ্যে স্কোর থাকলে বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য তা ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। মূলত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে এই মৃত্যুহার বৃদ্ধি পায় যা দূষিত বায়ুর ফলেই ঘটে থাকে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :