বিশ্ব ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে অসুস্থ হয়ে সাত মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ও শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত ও শ্বাসকষ্টজনিত কারণে তাদের মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ইজতেমায় এসে নিহত মুসল্লিরা হলেন- সিলেটের হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নূরুল হক, গাজীপুরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব, ঢাকার কেরানীগঞ্জের হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি, ঢাকার কেরানীগঞ্জের মলমলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেন খান, মুন্সীগঞ্জের কামাল গ্রামের আক্কাছ আলী সিকদার, চট্টগ্রাম জেলার রাউজান গ্রামের আব্দুল রাজ্জাক ও নরসিংদী জেলার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুরুব্বি জহির ইবনে মুসলিম সাংবাদিকদের জানান, ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে বার্ধক্য জনিত ও শ্বাসকষ্ট নিয়ে এ পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার মারা যান নুরুল হক ও আবু তালেব। শুক্রবার ইজতেমার প্রথম দিনে মারা যান হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি, মোফাজ্জল হোসেন খান। এছাড়া ইজতেমার দ্বিতীয় দিনে আক্কাছ আলী সিকদার, আব্দুল রাজ্জাক ও হাবিবুর রহমান হবি মারা গেছেন।
এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারও তুরাগ তীরে মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। শনিবার বাদ ফজর থেকে ইজতেমা মাঠে আখলাক, ঈমান ও কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করছেন। ইবাদত-বয়ানে মশগুল হয়ে আছেন মুসল্লিরা।
ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ জানান, প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/পিআর/এসএম)

মন্তব্য করুন