আইআরইএনএ এর এশিয়া-প্যাসিফিক গ্রুপে বাংলাদেশ সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩, ২২:০৮

নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) এশিয়া-প্যাসিফিক গ্রুপে ২০২৩-২০২৪ মেয়াদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কাউন্সিলে এ গ্রুপ থেকে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আইআরইএনএ এর সদর দপ্তরে ১৪-১৫ জানুয়ারি অনুষ্ঠিত সংস্থার ১৩তম বার্ষিক অধিবেশনে বাংলাদেশকে সদস্য নির্বাচিত করা হয়।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফরের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল এ অধিবেশনে অংশগ্রহণ করে।

বাংলাদেশের প্রতিনিধদল এ অধিবেশনে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের অর্জিত অগ্রগতি ও এ ক্ষেত্রে সরকারের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে এ লক্ষ্য অর্জনে সংস্থাটির প্রতি কারিগরী ও বিনিয়োগ সহায়তার অনুরোধ জানান।

উল্লেখ্য, ভিশন-২০৪১ এর অধীনে বাংলাদেশ মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আইআরইএনএ ২০১১ সালে প্রতিষ্ঠিত নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা যার বর্তমান সদস্য সংখ্যা ১৬৮ এবং বাংলাদেশ এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। এ সংস্থা নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত নীতি প্রণয়ন, প্রযুক্তির উদ্ভাবন ও প্রসারে সহায়তা প্রদান এবং এ বিষয়ক বিভিন্ন প্রকল্পে সদস্য দেশগুলোকে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে সহযোগীর ভূমিকা পালন করে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এমএইচ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করার লক্ষ্যে সরকার কাজ করছে: শিল্পমন্ত্রী

মিনিস্টারের ‘হাম্বা অফারে’ স্ক্র্যাচ কার্ড ঘষলেই গরুসহ পেতে পারেন ফ্রিজও

সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও ১০টি নতুন উপশাখার উদ্বোধন 

আঞ্জুমান মুফিদুল ইসলামকে এনআরবিসি ব্যাংকের অনুদান প্রদান

সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী আজিজুর রহমান

প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিসের উদ্বোধন

‘দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি’

সাত উদ্যোক্তা পেলেন জাতীয় এসএমই পুরস্কার 

টাটা যোদ্ধা দেশের পিকআপ সেগমেন্ট এ একটি গুরুত্বপূর্ণ সংযোজন

‘বেস্ট ট্রেড পার্টনার ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড পেল ব্যাংক এশিয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :