করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে ৪৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:০২
অ- অ+

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬৯৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছে এক লাখ ৯৪ হাজার ৪৫৪ জন।

সোমবার সকালে করোনাভাইরাস সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এর আগের দিনের তুলনায় মৃত্যু দুই শতাধিক কমেছে। শনাক্ত কমেছে ৪৮ হাজার।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সারা বিশ্বে মারা গেছে ৬৭ লাখ ৩০ হাজার ৪০৫ জন।

মোটা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৭০৭।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে এক লাখ ৮ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ৪১৫ জন।

মহামারির শুরু থেকে এপর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে তিন কোটি ১৪ লাখ ১৬ হাজার ৬৩৩ জন। মৃত্যু হয়েছে ৬২ হাজার ৬৭৯ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা