নেপালের বিমান দুর্ঘটনা
জীবিত কাউকে উদ্ধার করা যায়নি: সেনাবাহিনী
নেপালের পোখারার দুর্ঘটনাস্থল থেকে জীবিত কাউকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। সোমবার দেশটির পক্ষ থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত উদ্ধার করা ৬৮ জনের সবাই মৃত। খবর বিবিসির।
রবিবার ৭২ জন আরোহী নিয়ে পোখারা বিমানবন্দরে অবতরণের মাত্র কয়েক সেকেন্ড আগে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইনসের বিমানটি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর দিন সোমবার নেপালের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকাজের সময় বেঁচে আছেন এমন কাউকে খুঁজে পাননি তারা।
রবিবার নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান এটিআর-৭২ পোখারা বিমানবন্দরে নামার আগে সেতি গন্ডকি নদীর ধারের জঙ্গলে ভেঙে পড়ে। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনাকে নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয় বলা হচ্ছে।
বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন । এর মধ্যে ৫৩ জন নেপালি এবং ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। বিদেশিদের মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান এবং ২ জন কোরীয় নাগরিক। এ ছাড়া আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের ১ জন করে যাত্রী রয়েছেন। তাদের সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে নেপালের সরকার। এ বিষয়ে ৪৫ দিনের মধ্যে রিপোর্ট প্রকাশ করবে কমিটি।
দুর্ঘটনায় নিহতদের স্মরণে সোমবার জাতীয় শোক দিবস পালন করছে নেপাল।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এফএ)