ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে ডিসির শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৩, ২০:৫১

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সাথে সদর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুর ২টায় উপজেলা হল রুমে এ মতবিনিময় সভা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদ হবে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপজেলা পরিষদ। এর জন্য যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীনতার পর আমরা শত্রুকে ভুলে গেছি। কিন্তু শত্রুকে ভুলে গেলে চলবে না। শত্রুকে চিহ্নিত না করলে এদেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।

ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন- ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এসএম সরোয়ার হোসেন (সন্টু), ডিসি অফিসের সহকারী কমিশনার সাজিদ-উল মাহমুদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, সদর উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মোল্লা, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আকরামুল কবির, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সি, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী (বারী), কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার, মেয়ে শিক্ষার্থীদের মাঝে ২০টি সাইকেল ও ১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেন। এরপরে একটি উপজেলা পাঠাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :