মুসল্লিদের টঙ্গীমুখী যাত্রা, বিমানবন্দর এলাকায় যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১১:৪৫ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ১১:৩২
ফাইল ফটো

টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে ছুটছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর প্রভাবে রাজধানীর বিমানবন্দরে সড়কে বৃহস্পতিবার ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ভোর থেকে যানজটে আটকে থাকা গাড়ির সারি বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে দেখা যায়। তবে বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল।

তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘সকালে ইজতেমাগামী যাত্রীদের কারণে যানবাহনের চাপ বেড়ে যায়। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।’

যানজটে আটকে থাকা টঙ্গীগামী তুরাগ পরিবহনের চালক সাইফুল বলেন, ‘ইজতেমাগামী মুসল্লিদের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।’

খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় কর্মরত ডিএমপি ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশবিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে গাজীপুরের টঙ্গীতে আসছেন। ভোররাত থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে সড়কে।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/একে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :