দ্বিতীয় পর্ব

ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লি

টঙ্গী-পুবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৪:৪৭ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৩, ১৪:৩৭

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের বৃহত্তম জামাত। দুপুর ১টা ৫৫ মিনিটে জুমার নামাজ শুরু হয়।

ইজতেমা মাঠে জুমার নামাজে ইমামতি করেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হয়েছেন।

বেলা শুরু হওয়া পর থেকে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ পরিপূর্ণ হয়ে যায়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও বাড়ির ছাদে, শিল্পপ্রতিষ্ঠানের ছাদে, অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।

ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

ঘোড়াশাল থেকে আসা মুসল্লি আবুল হোসেন জানান, বড় জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত।

হারবাইদ এলাকার বাসিন্দা হাজী জামান মিয়া। তিনি এসেছেন জুমার নামাজে অংশ নিতে।

তিনি বলেন, আমার কাছে কোন ভেদাভেদ নাই, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নাই। ইজতেমায় বড় জুমার জামাত হয় এজন্য এসেছি।