লালমনিরহাটে সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধােকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৫) রাত সাড়ে আটটার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিসপাড়া) সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন তার নিজ বাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে হামলা করে। পরে আহত ওয়াজেদ আলীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
নিহত ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের মামা।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)

মন্তব্য করুন