মার্চে রাশিয়ান তেলের মূল্য নির্ধারণে আলোচনা করবে জি-৭: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ১৬:১০
অ- অ+

রাশিয়ান অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণের স্তর পর্যালোচনা করতে আগামী মার্চে বৈঠকে বসতে সম্মত হয়েছে অর্থনৈতিক জোট গ্রুপ অব সেভেনের (জি৭) কর্মকর্তারা। শুক্রবার মার্কিন ট্রেজারি ডেপুটি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

মার্কিন ট্রেজারি বলেছেন, রাশিয়ার তেল পণ্যের ওপর আরো বেশি ক্যাপ বসানোর পর বাজার মূল্যায়নের জন্য সময় দেওয়ার উদ্দেশে মূল পরিকল্পনার চেয়ে মার্চ মাসে রাশিয়ান তেল রপ্তানির মূল্য নির্ধারণের মাত্রা পর্যালোচনা করতে সম্মত হয়েছেন গ্রুপ অব সেভেন কর্মকর্তারা।

এর আগে জি৭ এর পাশাপাশি ইইউ এবং অস্ট্রেলিয়া ৫ ডিসেম্বর মস্কোর ইউক্রেনে আগ্রাসনের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ান তেলের সমুদ্রবাহিত রপ্তানি প্রতি ব্যারেল ৬০ ডলারে সীমাবদ্ধ করতে সম্মত হয়েছিল। কর্মকর্তারা রাশিয়ান তেল পণ্যের দুটি স্বতন্ত্র ক্যাপগুলিতেও সম্মত হয়েছেন।

অপরদিকে আগামী ৫ ফেব্রুয়ারি রাশিয়ার তেল পণ্যের ওপর দুটি ক্যাপ সেট করার পরিকল্পনা করেছে এই জোট। এর মধ্যে একটি হলো ডিজেল বা গ্যাস তেলের মতো অপরিশোধিত পণ্য এবং অপরটি জ্বালানি তেলের মতো অপরিশোধিত পণ্য।

শুক্রবার কার্যত জোট কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পরে মার্কিন উপ ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডেইমো বলেছিলেন, ‘ডেপুটিরা সম্মত হয়েছেন যে পদ্ধতিটি এই পণ্যগুলির বাণিজ্যের বিস্তৃত বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে পরিমার্জিত পণ্যগুলির জন্য মূল্য নির্ধারণ নীতিকে আরও ভালভাবে ক্যালিব্রেট করবে।’

ট্রেজারি কর্মকর্তারা বলেছেন, তেলের দামের সীমার দুটি লক্ষ্য রয়েছে। চীন এবং ভারতের মতো বড় গ্রাহকদের কেনা তেলের ওপর ভারী প্রাতিষ্ঠানিক করে ছাড়ে রাশিয়ার রাজস্ব হ্রাস করা এবং বিশ্বব্যাপী তেলের বাজারগুলি ভালভাবে সরবরাহ করা নিশ্চিত করা। যতক্ষণ পর্যন্ত মূল্য নির্ধারণ জোটের দ্বৈত লক্ষ্য পূরণ করতে থাকে ততক্ষণ পর্যালোচনা চলবে।’

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 
লন্ডনে অনুষ্ঠিত বৈঠক ইতিবাচক: জোনায়েদ সাকি 
৫৪ বছর যারা দেশ চালাতে পারেনি, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে: আতাউর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা