হাতে জুতা নেওয়ায় মালিককে হত্যা করেন ভাড়াটিয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:০০

বকেয়া ভাড়া আনতে গিয়ে বাড়ির মালিক শিরিনা বেগম (৬০) কথা কাটাকাটির মাঝে হাতে জুতা তুললে গলায় গামছা পেচিয়ে হত্যা করেন আমিন মিয়া (২৬)। রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেফিন আহমেদ হ্যাপির আদালতে গ্রেপ্তার আমিন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য জানান।

নিহত শিরিনা বেগম জেলা শহরের মধ্য মেড্ডার সবুজ আলীর স্ত্রী।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন এ কথা জানান।

তিনি জানান, মধ্য মেড্ডার মৃত হিরা মিয়ার ছেলে আমিন মিয়া একই এলাকার সবুজ আলীর বাড়িতে মাসিক ১৪০০ টাকায় একটি টিনের ঘরে ভাড়া থাকেন। বাড়ির মালিক সবুজ আলী পরিবার নিয়ে পাশে আরেকটি বাড়িতে বসবাস করেন। গত ৩ মাস যাবত আমিন মিয়া বাসা ভাড়া দিচ্ছিলেন না৷ শনিবার সকালে সবুজ আলীর স্ত্রী শিরিনা বেগম ভাড়া দেওয়া বাড়িতে যান। সেখানে গিয়ে আমিন মিয়ার কাছে তিন মাসের ভাড়া ৪২০০ টাকা দিতে বলেন শিরিনা বেগম। এসময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলে শিরিনা বেগম পায়ের জুতা খুলে আমিনকে বাড়ি মারতে যান। তখন আমিন একটি গামছা দিয়ে শিরিনার গলায় পেচিয়ে ফাঁস দিলে শ্বাসরোধে সে মারা যায়। পরে শিরিনার মরদেহটি লেপে মুড়িয়ে শয়ন কক্ষের খাটের নিচে লুকিয়ে রেখে দরজা তালা দিয়ে চলে যান।

এদিকে, দীর্ঘ সময় শিরিনা বেগম বাসায় ফেরত না গেলে তার আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকালে আমিনের ঘরের দরজা খোলা দেখেন শিরিনার ছেলে। সেই ঘরে তল্লাশি করলে খাটের নিচে লেপে মোড়ানো শিরিনার অচেতন দেহ পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমিনকে পেয়ে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এই ঘটনায় শিরিনার পরিবারের পক্ষ থেকে আমিন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।

রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতে আমিন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :