আ.লীগ গণতন্ত্রের লেবাস পরে স্বৈরতন্ত্র চালু করেছে: নাসের রহমান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:০০

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্ঠপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

বুধবার বিকাল তিনটায় মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে ‘গণতন্ত্র হত্যা দিবসে’র বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

নাসের রহমান বলেন, আ.লীগ আর কিছু নয় তারা একটা মাস্তানতন্ত্র দল। আ.লীগ উপর দিয়ে গণতন্ত্রের লেবাস পরে দেশে স্বৈরতন্ত্র চালু করেছে।

এম নাসের রহমান বলেন, রাষ্ট্রের লুট করা টাকা বিদেশে পাচার করা তাদের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খবরের কাগজে আ.লীগের ৪৫৯ জন নেতার দুবাইতে বাড়িঘরের লিস্ট বের হয়েছে। এ দলটির পাতি নেতা থেকে বড় নেতা সবাই লুটপাটে জড়িয়েছে। এই দেশটাকে মেরামত করতে হলে বিএনপির ১০ দফার বিকল্প নেই। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদিসহ গ্যাস বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে জণগণের ওপর চাপ আরও বাড়িয়েছে।

জেলা বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রনেতা ফয়সল আহমেদের পরিচালনায় শহরের লাইটেস স্ট্যান্ডের পাশে ফরহাদ প্লাজার সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।

এতে বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম এ মোক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শামিম জাফর, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, ক্রীড়া সম্পাদক বদরুল আলম, সদর থানা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল হাই পিপলু, সদর থানা ছাত্রদলের আহবায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :