সমাবর্তনে উইকেন্ড কোর্সের শিক্ষার্থীরা অংশ নেয়ায় আপত্তি জাবি শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
অ- অ+

‘শিক্ষা ব্যবসা চলবে না সমাবর্তনে উইকেন্ড না' প্ল্যাকার্ড হাতে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ষষ্ঠ সমাবর্তনে উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে আপত্তি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের একাংশ। এছাড়া অতিরিক্ত সমাবর্তন ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, সাত বছর পর সমাবর্তন আমাদের জন্য সৌভাগ্য নাকি অভিশাপ? এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আর্থিক স্বচ্ছলতা নেই। সমাবর্তনের এত ফি শিক্ষার্থীরা দেবে কি করে? আর উইকেন্ড কোর্সের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী নয়। প্রশাসনের আর্থিক লাভের জন্য তাদের আমরা বৈধ শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দিতে পারি না।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, আমাদের শিক্ষকদের সাধারণ দিনে ক্লাসে দেখা না গেলেও শুক্র-শনিবারে তাদের ক্লাস মিস হয় না। এসব বাণিজ্যিক কোর্সের মাধ্যমে শিক্ষকরা সাধারণ শিক্ষার্থীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে। আমরা শিক্ষার বাণিজ্যিকীকরণ চাই না।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা না ভেবে প্রশাসন নিজেদের কথা ভাবছে। বর্তমানে উইকেন্ড নামক বাণিজ্যিক কোর্সের মাধ্যমে শিক্ষকরা ব্যবসা করছেন। এসব শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ প্রদানের মাধ্যমে প্রশাসন এই অবৈধ কোর্সকে বৈধতা দেয়ার পাঁয়তারা করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।

মানববন্ধনটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ষষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি উইকেন্ড কোর্স/ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সমাবর্তনের ফি হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর আলাদাভাবে ২ হাজার ৫০০ টাকা ও একসাথে ৪ হাজার টাকা, এমফিল ডিগ্রির জন্য ৫ হাজার টাকা, পিএইচডি ডিগ্রির জন্য ৭ হাজার টাকা এবং উইকেন্ড/ইভিনিং প্রোগ্রামের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা