লম্বা রেসের ঘোড়া শুভমান গিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:০৩

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। তার ব্যাটিং দক্ষতায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে ভারত। এবার সেই গিলকে প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। গিল বড় রেসের ঘোড়া বলে মনে করছেন অনেকে।

আন্তর্জাতিক টেস্ট ম্যাচে দলের নিজের জায়গাটা আগেই পাকা করে নিয়েছেন অনেক আগেই। বেশ কিছুদিন ধরে খেলছেন রঙিন পোষাকের ক্রিকেটে। সেখানেও নিজের জাত চিনিয়েছেন শুভমান গিল।

সবশেষ নিউজিল্যান্ড সিরিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র তিন ম্যাচে তুলেছেন ৩৬০ রান। এর মধ্যে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিও রয়েছে।

শুভমান গিলের ব্যাটিং পারফরম্যান্স দেখে তাকে বিরাট-শচিনের যোগ্য উত্তরসূরী বলে সম্বধন করেছেন সাবা। তিনি বলেন, 'তার টেম্পারমেন্ট খুবই ভালো। বিরাট কোহলি এবং শচিন টেন্ডুলকার যে লিগ্যাসি তৈরী করেছে গিল তা ধরে রাখবে।'

সাবা বলেন, 'দেশের বাইরে তাকে বড় পরীক্ষা দিতে হবে। সে যখন ইংল্যান্ডে টেস্ট খেলেছে, সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি। আমরা আশা করি, সে ভারতের ব্যাটিং লাইনআপের মেরুদন্ড হবে। অনেক দিন পর আমরা এমন একজন প্রতিভাবান পেয়েছি।'

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :