রেমিটেন্স প্রবাহ বাড়াতে লন্ডন হাইকমিশনের উদ্যোগ

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
এ লক্ষ্যে শুক্রবার মিশনের ‘বঙ্গবন্ধু লাউঞ্চে’ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর সাথে সম্পৃক্ত যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সাথে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাইকমিশনার তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ পথে বাংলাদেশে পাঠাতে উৎসাহ প্রদানের জন্য ঘোষিত ২.৫% প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
তিনি মানি এক্সচেঞ্জ হাউজগুলোকেও রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা নেয়ার পরামর্শ দেন।
হাইকমিশনার বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠানো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য হাইকমিশন এ বছর পূর্ব লন্ডনে একটি রেমিটেন্স ফেয়ার করবে। এছাড়া পূর্ব লন্ডনে হাইকমিশনের কন্সুলার সার্জারি সেবা প্রদানের পাশাপাশি বিশেষ ব্যবস্থায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কীভাবে সহজে ও কম খরচে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যায়, সে বিষয়ে সবাইকে অবহিত করবেন। কমিউনিটি টেলিভিশন, সংবাদপত্র ও সোস্যাল মিডিয়ার মাধ্যমেও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

সৌদিতে নিহত আট বাংলাদেশির পরিচয় মিলেছে

সৌদিতে বাস উল্টে নিহতদের আটজন বাংলাদেশি

ফিনল্যান্ডে আ. লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিলান শাখার আলোচনা সভা

ইতালিতে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফ্রান্সে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রোমে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

পর্তুগাল বিএনপির আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন
