ইতালিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ২২:৪৩
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে,গরিঝিয়া শাখা ইতালি বিএনপির উদ্যোগে শনিবার বাদ মাগরিব স্থানীয় একটি রেস্টুরেন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং সদ্য প্রয়াত মনফালকনে গরিঝিয়া বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান উপদেষ্টা হুমায়ূন কবিরসহ সকল প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামীম হোসাইন-এর পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মনফালকনে, গরিঝিয়া শাখা ইতালি বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, সাবেক প্রধান আহ্বায়ক ও উপদেষ্টা নুরুল আমিন খন্দকার, উপদেষ্টা এইচ এম কবির, এমডি রবিউল্লাহ, ইব্রাহিম মিয়া, সোহাগ মোল্লা।

এতে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান খান সোহেল, সহসভাপতি ইদ্রিস হাওলাদার, মিয়া মাসুম, ফরিদ আহমেদ, জাকারিয়া মঞ্জুর, রুস্তম মিয়া, আতাউর রহমান, সংগঠনের দাতা সদস্য মাজহারুল ইসলাম মাসুম, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক মোশাররফ ভুইয়া ,সুমন আহমেদ, রাহাদ খান, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, দেলোয়ার হোসাইন, কোষাধক্ষ্য শামীম আহমেদ, সহ-কোষাধ্যক্ষ জিল্লু মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল প্রধান, মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক মোল্লা আরিফ, নরসিংদী জেলা রায়পুরা ইউনিয়ন-এর সাবেক ছাত্রদল সভাপতি মুনির সরকার এবং যুবদল নেতা রিয়াদুল আমিন রাজু ও শাহপরান খন্দকার এবং অন্যান্য নেতাকর্মী।

অনুষ্ঠানে মনফালকনে গরিঝিয়া বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছাড়াও কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রয়াত হুমায়ূন কবির-এর স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন আলোচকরা।

হাফেজ আব্দুল কাদের দোয়া মাহফিল পরিচালনা করেন।

দোয়া শেষে সবার মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা